Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। সন্ধ্যা ৭টা নাগাদ লখনউয়ে ওই ম্যাচ শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৪
Share:

ফাইল চিত্র।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু-রহস্যে প্রতি দিন নতুন নতুন তথ্য উঠে আসছে। বুধবার এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি-র অভিযোগ, আনিসের পরিবার সহযোগিতা করছে না সিট-কে। সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ডিজি। পরিবারের তরফে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। এই অবস্থায় তদন্ত কোন পথে এগোয়, আর কী কী তথ্য উঠে আসে সে দিকে নজর দেওয়া হবে। এ ছাড়া আজ, বৃহস্পতিবার এই মৃত্যুর ঘটনা নিয়ে শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করবেন। দুপুর ১টা নাগাদ ওই কর্মসূচিটি হওয়ার কথা।

উত্তরপ্রদেশের ভোট-বুক:

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী পরিক্রমায় আনন্দবাজার অনলাইন। আজ নজর থাকবে সেই গাজিপুরের দিকে যেখানে, গঙ্গার বাঁকে আটকে থাকা, কোভিডে মৃতদের ভেসে আসা শবদেহের ছবি দেখে আঁতকে উঠেছিল দেশ, বিশ্ব।

গ্রাফিক- সনৎ সিংহ।

পুরভোটের শুনানি সুপ্রিম কোর্টে

রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে বিজেপি। আজ শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করে দ্রুত শুনানি করে কি না সে দিকে নজর থাকবে।

গ্ৰুপ-ডি ও সি মামলার শুনানি

আজ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে স্কুলে গ্ৰুপ-ডি ও সি নিয়োগ মামলার শুনানি রয়েছে। ওই মামলায় আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ।

রঞ্জি ট্রফি

আজ রঞ্জি ট্রফিতে বাংলা বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সকাল ৯টা নাগাদ কটকে ওই ম্যাচটি শুরু হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কা ম্যাচ

আজ ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। সন্ধ্যা ৭টা নাগাদ লখনউয়ে ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন