মাতৃভূমি লোকালে উদ্ধার হল ২২ লক্ষ টাকার গয়না

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাউন বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি (লেডিজ স্পেশাল) ট্রেন থেকে এক সোনা পাচারকারীকে গ্রেফতার করল বনগাঁ আরপিএফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০১:২০
Share:

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাউন বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি (লেডিজ স্পেশাল) ট্রেন থেকে এক সোনা পাচারকারীকে গ্রেফতার করল বনগাঁ আরপিএফ। রেল পুলিশ জানিয়েছে, রাহুল গাজিত নামে স্বরূপনগরের নবাবকাঠি এলাকার ওই ব্যক্তির কাছ থেকে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে। যার বাজার দর প্রায় ২২ লক্ষ টাকা। পরিমাণ প্রায় ৭০০ গ্রাম। রেল পুলিশ জানায়, রাহুল শিয়ালদহ থেকে মাতৃভূমি লোকালে চেপেছিল। খবর পেয়ে আরপিএফের অফিসারেরা মছলন্দপপুর স্টেশন থেকে তাকে নজরবন্দি করে ফেলেন। বনগাঁয় নামার সময় তাকে ধরা হয়। রেল পুলিশ জানতে পেরেছে, রাহুল ওই গয়না বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। স্বরূপনগরের আমুদিয়া সীমান্তে তা হস্তান্তরের কথা ছিল। জেরায় ধৃত জানিয়েছে, শিয়ালদহ স্টেশনের কাছে অটো স্ট্যান্ডে এক অপরিচিত ব্যক্তি তাকে গয়নাগুলি দিয়েছিল। আমুদিয়ায় গয়না পৌঁছে দিলে তার ৪০০ টাকা পাওয়ার কথা ছিল। আবদুল্লা মোল্লা নামে এক বাংলাদেশি ওই গয়নার প্যাকেট তার কাছে থেকে নিয়ে নিত। আবদুল্লার বাড়ি বাগদায়। অতীতে বার ছ’য়েক রাহুল ওই ব্যক্তির কাছে গয়না পৌঁছে দিয়েছে বলেও স্বীকার করেছে। পুলিশ আবদুল্লার খোঁজ করেছে। দীর্ঘ দিন ধরেই অভিযোগ ছিল বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে করে সোনা ও নানা ধরনের মাদক পাচার হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রথম হাতেনাতে কেউ ধরা পড়ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement