ডলফিন উদ্ধার

ইছামতী নদী থেকে একটি ডলফিন উদ্ধার করল বাসিন্দারা। শনিবার সকালে ওই ডলফিনকে দেখতে স্বরূপনগরের তেঁতুলিয়ার জেলেপাড়ায় ভিড় জমে যায়। পরে পুলিশ এসে সামাল দেয়। কিন্তু মহকুমা বন দফতরের কর্মীরা আসতে দেরি করায় অসুস্থ হয়ে পড়ে প্রাণিটি বলে অভিযোগ বাসিন্দাদের। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাসিন্দারা দেখেন প্রায় তিন ফুট আকারের ডলফিনটি নদীর চরে জমাজলে আটকে ছটফট করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০২:৫৪
Share:

ইছামতী নদী থেকে একটি ডলফিন উদ্ধার করল বাসিন্দারা। শনিবার সকালে ওই ডলফিনকে দেখতে স্বরূপনগরের তেঁতুলিয়ার জেলেপাড়ায় ভিড় জমে যায়। পরে পুলিশ এসে সামাল দেয়। কিন্তু মহকুমা বন দফতরের কর্মীরা আসতে দেরি করায় অসুস্থ হয়ে পড়ে প্রাণিটি বলে অভিযোগ বাসিন্দাদের। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাসিন্দারা দেখেন প্রায় তিন ফুট আকারের ডলফিনটি নদীর চরে জমাজলে আটকে ছটফট করছে। গ্রামের মানুষ তাকে উদ্ধার করে একটি পুকুরের মধ্যে ছেড়ে দেয়। দুপুর নাগাদ বন দফতরের কর্মীরা গিয়ে বড় একটি জলের ট্যাঙ্কের মধ্যে করে তাকে নিয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement