খুনের অভিযোগে দেহ আটকে রাস্তা অবরোধ

এক যুবককে খুনের অভিযোগে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাটের খোলাপোতায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গোলাম মোস্তাফা মণ্ডল এবং আরব আলি মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০১:১৯
Share:

তখনও চলছে অবরোধ। শনিবার তোলা নিজস্ব চিত্র।

এক যুবককে খুনের অভিযোগে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বসিরহাটের খোলাপোতায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গোলাম মোস্তাফা মণ্ডল এবং আরব আলি মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ১২ ডিসেম্বর ভোর রাতে বসিরহাটের খোলাপোতার স্বরূপপুর গ্রামের বাসিন্দা হজরত আলি মণ্ডল (২৮) তাঁর বন্ধু আরবের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য বেরোন। সে দিন সকালে পুলিশ জানতে পারে, টাকি রোডের উপরে ময়নালি মোড়ে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছেন হজরত এবং আরব। খবর পেয়ে ঘটনাস্থলে যান হজরতের পরিবার। কিন্তু তাঁদের দাবি, দুর্ঘটনাস্থলে গিয়ে তাঁরা আরবকে দেখতে পাননি। হজরতকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল, সেখান থেকে আরজিকর এবং পিজি হাসপাতালে ভর্তি করা হয়। দিন কয়েক আগে তাঁকে বাড়ি আনা হয়। শুক্রবার তিনি ফের অসুস্থ হলে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়না-তদন্তের পরে শনিবার দেহ নিয়ে খোলাপোতা চার রাস্তায় বিক্ষোভ শুরু করে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে হজরতকে।

পুলিশ পরেধরে দু’জনকে। এ দিন বিক্ষোভ চলার সময়েই এক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগে একজনকে গণপিটুনি দিতে শুরু করে জনতা। পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement