অটোর ধাক্কায় মৃত্যু হল তপন হালদার (৪০) নামে এক মোটরবাইর আরোহীর। বাড়ি জয়নগরের কমলপুর গ্রামে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মথুরাপুরের রায়দিঘি-ডায়মন্ড হারবার রোডের কৃষ্ণচন্দ্রপুর মোড়ের কাছে। সকাল ১০টা নাগাদ তপনবাবু রায়দিঘির দিকে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক দিয়ে আসা একটি যাত্রিবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।