coronavirus

বিজেপি-তৃণমূলের কর্মসূচিতে শারীরিক দূরত্ববিধি বজায় না রাখার অভিযোগ

মাঠে অনেকেই গা ঘেঁষাঘেঁষি করে বসেছিলেন। এ দিন বাইক মিছিলও করে বিজেপি। মাথায় অনেকের হেলমেট ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:২২
Share:

তৃণমূলের অবস্থান বিক্ষোভ। ছবি: নির্মাল্য প্রামাণিক

করোনা পরিস্থিতির মধ্যেই শারীরিক দূরত্ববিধি শিকেয় তুলে কর্মসূচি পালন করেই চলেছে বিভিন্ন রাজনৈতিক দল।
মঙ্গলবার বিকেলে বিজেপির পক্ষ থেকে গাইঘাটার ধর্মপুর ২ পঞ্চায়েতের জয়তারা এলাকায় সভা করা হয়। প্রচুর মানুষের উপস্থিতি চোখে পড়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এ দিনের সভায় তৃণমূল, সিপিএম ছেড়ে ৫০০ কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। সভার মাঠে উপস্থিত বেশির ভাগেরই মাস্ক ছিল না বলে অভিযোগ। মাঠে অনেকেই গা ঘেঁষাঘেঁষি করে বসেছিলেন। এ দিন বাইক মিছিলও করে বিজেপি। মাথায় অনেকের হেলমেট ছিল না। বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘বড় মাঠে সভা করা হয়েছিল। সকলেই দূরত্ববিধি মেনে বসেছিলেন।’’
অন্য দিকে, এ দিন সকালে বনগাঁর ধর্মপুকুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তাঁরা। একটি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে গ্রাহকদের অর্থ তছরুপ করা হয়েছে বলেও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে টাকা ফেরানোর দাবি তোলা হয়েছে। অভিযোগ, ওই কর্মসূচিতেও শারীরিক দূরত্ববিধি বজায় রাখা হয়নি। বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, ‘‘প্রতারিত মানুষেরা এ দিন কর্মসূচিতে সামিল হয়েছিলেন। হয় তো কেউ কেউ শারীরিক দূরত্ব মানতে পারেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন