ছাত্র খুনের প্রতিবাদে সভা

ডায়মন্ড হারবারের ছাত্র খুনের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে সভা করল বিজেপি। মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডে ওই সভায় হাজির ছিলেন দলের মহিলা মোর্চার নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০২:৫৯
Share:

স্মরণসভায় রক্তদান। নিজস্ব চিত্র।

ডায়মন্ড হারবারের ছাত্র খুনের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে সভা করল বিজেপি। মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডে ওই সভায় হাজির ছিলেন দলের মহিলা মোর্চার নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এ দিন সিপিএমের পক্ষে স্মরণসভা পালন হয় মন্দিরবাজারের গুমকি গ্রামে। ওই এলাকাতেই থাকতেন কৌশিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কংগ্রেসের কয়েকজন নেতাও ছিলেন। মঞ্চে বসে থেকে থেকেই কেঁদে উঠছিলেন কৌশিকের মা চন্দ্রাদেবী। কৌশিকের স্মৃতিতে রক্তদানেরও আয়োজন হয়েছিল। শ’তাধিক মানুষ রক্তদান করেন। কাকদ্বীপের চৌরাস্তার মোড়েও স্মরণসভা হয়েছে। শোকজ্ঞাপন করেন সংস্কৃতিজগতের সঙ্গে যুক্ত অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement