বাইরে থেকে আনতে বলা হল এভিএস, অভিযোগ হাবড়ায়
BJP

বিজেপি নেতার মৃত্যু সাপের ছোবলে

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা বৃন্দাবনকে রবিবার রাতে ঘুমের মধ্যে হাতে সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন ভোর ৩টে নাগাদ তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০২:২২
Share:

বৃন্দাবন মণ্ডলের মৃত্যু। প্রতিবাদ বিজেপি কর্মী ও মৃতের বাড়ির লোকজনের। ছবি: সুজিত দুয়ারি

সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মণ্ডল (৪৪)। তিনি বিজেপির হাবড়া দক্ষিণ গ্রামীণ মণ্ডলের সহ সভাপতি ছিলেন।

Advertisement

বিজেপির দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই বৃন্দাবনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিজেপি ও মৃতের পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ দিন বিকেল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা বৃন্দাবনকে রবিবার রাতে ঘুমের মধ্যে হাতে সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন ভোর ৩টে নাগাদ তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। মৃতের আত্মীয়স্বজন ও বিজেপির অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক তাঁদের জানান, অ্যান্টিভেনম কিনে আনতে হবে। পরিবারের লোকজন হাবড়ার সমস্ত ওষুধের দোকান ঘুরেও সেটি কোথাও পাননি। বিষয়টি হাসপাতালে জানান তাঁরা। তখন হাসপাতাল থেকে সেই অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি

Advertisement

নেওয়া হয়।

কিন্তু এরপরেই বৃন্দাবন মারা যান। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে সাপে কাটা রোগীর ওষুধ থাকা সত্ত্বেও কেন তাঁদের বাইরে কিনতে পাঠানো হল? এই সময় নষ্ট করার জন্যই রোগীর মৃত্যু হয়েছে।

বিজেপি নেতা স্বপনকুমার বিশ্বাস বলেন, ‘‘সময় মতো চিকিৎসা পেলে বৃন্দাবনের মৃত্যু হত না। হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি।’’ বৃন্দাবন বিজেপি করতেন বলেই এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

এ দিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে হাবড়ায় এসেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, "সাপে কাটা ইঞ্জেকশন রোগী পাচ্ছেন না। রাজ্যের স্বাস্থ্যের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চুড়ান্ত ব্যর্থ।’’

হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ‘‘রোগীকে আরও আগে হাসপাতালে নিয়ে আসা উচিত ছিল। বাইরে থেকে ওষুধ আনতে বলা হয়েছিল বলে যে অভিযোগ উঠছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন