টুকরো খবর

লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের তেঁতুলিয়া ফুটবল মাঠের সামনে। পুলিশ জানিয়েছে, স্বরূপনগরের বালকি গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর নাম সার্মিনা সানা (১৯)। তেঁতুলিয়ার একটি কলেজে তিনি প্রথম বর্ষে পড়তেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০১:৫৫
Share:

নিয়ন্ত্রণহীন লরি, মৃত ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর

Advertisement

লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের তেঁতুলিয়া ফুটবল মাঠের সামনে। পুলিশ জানিয়েছে, স্বরূপনগরের বালকি গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর নাম সার্মিনা সানা (১৯)। তেঁতুলিয়ার একটি কলেজে তিনি প্রথম বর্ষে পড়তেন। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা তেঁতুলিয়া-হাকিমপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে যন্ত্রচালিত ভ্যানরিকশায় চেপে সার্মিনা কলেজের দিকে যাচ্ছিলেন। কলেজের কিছু আগে তেঁতুলিয়া ফুটবল মাঠের কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশার গায়ে ধাক্কা মেরে পালিয়ে যায়। সার্মিনা এবং ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্থানীয় শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সক সার্মিনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক লরির চালককে গ্রেফতার এবং মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে পুলিশের আশ্বাসে জনতা শান্ত হয়।

Advertisement

দিনরাতের ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

সম্প্রতি সুন্দরবন-লাগোয়া হিঙ্গলগঞ্জের মালেকানঘুমটি গ্রামে দিন-রাতের মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মালেকানঘুমটি রামকৃষ্ণ বিদ্যানিকেতন ময়দানে অগ্রগামী সঙ্ঘের পরিচালনায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডল, সদস্য দেবেশ মণ্ডল, পঞ্চায়েত প্রধান অমল মণ্ডল, ক্লাব সভাপতি আশুতোষ মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

খেলোয়াড়দের সঙ্গে সাংসদ। —নিজস্ব চিত্র।

সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি থেকে ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। স্থানীয় সূত্রের খবর, তাদের খেলা দেখতে সীমান্ত-লাগোয়া কালিন্দী নদীর পাশে উত্‌সাহী দর্শকের ভালই ভিড় জমে। ইদ্রিস বলেন, “এমন প্রত্যন্ত এলাকার ছেলেরা ফুটবল খেলছে দেখে ভাল লাগছে। ভাল ফুটবল খেলে শরীর গঠনের পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করাও সম্ভব।” এমন উদোগে সাধ্যমতো সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দেন সাংসদ। এ দিন ফাইনালে ওঠে দুলদুলি তনয় একাদশ এবং খুলনা শিবদুর্গা মিলন স্মৃতি সঙ্ঘ। ফাইনালে দুলদুলি ৩-২ গোলের ব্যবধানে খুলনার ছেলেদের পরাজিত করে। ফাইনালে ওঠা উভয় দলকেই সুদৃশ্য ট্রফি দেওয়া হয়।

গুলিবিদ্ধ যুবক
নিজস্ব সংবাদদাতা • বাগদা

নদিয়া থেকে এসে বাগদায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাকাবাড়ি এলাকার একটি কালীমন্দিরের কাছে। জখম কুদ্দুস মণ্ডলকে বাগদা ব্লক গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুদ্দুসের বাড়ি নদিয়ার চাকদহ থানার শিমুরালিতে। সুজন মুখোপাধ্যায় নামে বনগাঁর ছয়ঘরিয়ার এক যুবকের সঙ্গে কুদ্দুস এ দিন গিয়েছিলেন বাগদায়। কালীমন্দিরের সামনের রাস্তা ধরে হাঁটছিলেন তাঁরা। অভিযোগ, অন্ধকারের মধ্যে হঠাত্‌ কয়েক জন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে কুদ্দুসের কোমরে। গুলির শব্দে স্থানীয় মানুষ ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশ সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করছে।

দলের আনা অনাস্থায় অপসারিত প্রধান
নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে অপসারিত হলেন তৃণমূল প্রধান। বৃহস্পতিবার ভাঙড়-২ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ব্লক প্রশাসন সূত্রের খবর, পঞ্চায়েতের ১৯ জন সদস্যই তৃণমূলের। ১৯ সেপ্টেম্বর তাঁদের ১৪ জন পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবির বিরুদ্ধে অনাস্থা আনেন। এ দিন ওই ১৪ জন সদস্যই উপস্থিত ছিলেন। সকলেই মর্জিনার বিরুদ্ধে ভোট দেন। প্রধান-সহ বাকি সদস্যেরা গরহাজির ছিলেন। অনাস্থার পক্ষের সদস্যদের দাবি, উন্নয়নমূলক কাজে নজর দিচ্ছিলেন না প্রধান। বিদায়ী প্রধান অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement