ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের দক্ষিণ ঘোলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল মণ্ডল (২)। বাড়ি ক্যানিঙের শিবনগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাবা বাপি মণ্ডল ছেলেকে নিয়ে সাইকেল করে বাড়ি থেকে কিছুটা দূরে ঘোলা বাজারে মুদির দোকানে গিয়েছিলেন। বাপিবাবু ছেলেকে সাইকেলে বসিয়ে বাজারে দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। সে সময়ে একটি আলু-বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। গোপাল ছিটকে পড়ে রাস্তায়। তার উপর দিয়ে ভ্যানটি চলে যায়। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজিত জনতা ভ্যানে আগুন ধরিয়ে দেয়। চালক পলাতক। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। বাপিবাবু বলেন, ‘‘ইঞ্জিন ভ্যান বেপরোয়া ভাবে চলাচল করে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’’