Molestation

শ্লীলতাহানি, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বাড়ি-লাগোয়া একটি জমিতে চাষের কাজ করছিলেন স্থানীয় পঞ্চায়েতের মহিলা সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদাতা

বসিরহাট শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪১
Share:

প্রতীকী ছবি।

এক পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানি, মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গণধোলাই দেওয়া হয়। গ্রামবাসীদের হাত ছাড়িয়ে সে পুকুরে ঝাঁপ মারলে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে কোনও রকমে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার বামুনপুকুর পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানায়, মহিলার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে বিবেকানন্দ মণ্ডল ওরফে বিবেককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বাড়ি-লাগোয়া একটি জমিতে চাষের কাজ করছিলেন স্থানীয় পঞ্চায়েতের মহিলা সদস্য। অভিযোগ, মিনাখাঁ থানার সিভিক ভলান্টিয়ার বিবেক তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পাশের জংলা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলার চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন তাঁর মা। ওই যুবক তাঁকেও ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।

ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ, তাঁকে গলা টিপে খুনের চেষ্টাও করেছিল অভিযুক্ত যুবক। লোকজন জড়ো হয়ে গিয়ে বিবেককে ধরে পেটায়। জনতার হাত ছাড়িয়ে পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক।

Advertisement

সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করতে গিয়ে জনরোষ গিয়ে পড়ে পুলিশের ঘাড়ে। গ্রামের মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশকে ধাক্কাধাক্কি দেওয়া হয় বলেও অভিযোগ। কোনও রকমে জনতাকে সামলে বিবেককে জল থেকে তুলে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন