জমি নিয়ে গোলমালে দেগঙ্গার গ্রামে জখম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরপুকুর মোল্লাপাড়ায় একটি জমি নিয়ে ওই এলাকারই তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজ্জাক মণ্ডলের সঙ্গে তৃণমূলের আর এক গোষ্ঠীর বিবাদ চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০১:২৩
Share:

ভাঙচুর: দেগঙ্গায়। নিজস্ব চিত্র

বিতর্কিত একটি জমিতে নির্মাণকে কেন্দ্র করে চলল গুলি-বোমা। আহত হয়েছেন দুই মহিলা-সহ ৫ জন। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার হাদিপুর-ঝিকরা ২ পঞ্চায়েতের হরপুকুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ গ্রেফতার হয়নি। বোমাবাজি হলেও গুলি চলেনি বলে দাবি পুলিশের।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরপুকুর মোল্লাপাড়ায় একটি জমি নিয়ে ওই এলাকারই তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজ্জাক মণ্ডলের সঙ্গে তৃণমূলের আর এক গোষ্ঠীর বিবাদ চলছিল। মঙ্গলবার ওই জমিতে রাজ্জাক-ঘনিষ্ঠ বলে পরিচিত নাসির মণ্ডল-সহ কয়েকজন ঘর তৈরি করছিলেন। বাধা দেন আব্দুল কালাম, কাদের মণ্ডল ও আলি হোসেনের মতো কয়েক জন। অভিযোগ, এরপরেই শুরু হয় দু’পক্ষের বোমাবাজি। গুলিও চলে বলে অভিযোগ। ভাঙচুর হয় দু’টি দোকানে। জখম হন পুটি বিবি, পরভিনা বিবি, রেজাউল মণ্ডল ও আসগর আলি। চোট পান রাজ্জাকও।

তাঁর বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করে রাজ্জাক বলেন, ‘‘আমার হাতে ও পেটে গুলি লেগেছে।’’ অন্য দিকে, স্থানীয় বাসিন্দা মীর আলি মোল্লার পাল্টা দাবি, ‘‘আমরাও তৃণমূল করি। রাজ্জাক দলবল নিয়ে বোমা ছোড়ে।’’

Advertisement

ঘটনাস্থল থেকে ৩০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। দেগঙ্গা থানার আধিকারিক লিটন রক্ষিত বলেন, ‘‘জমি-সংক্রান্ত বিবাদেই ওই ঘটনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement