টাকার জন্য মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ

পুলিশ জানায়, মৃত্যুঞ্জয় মেয়েটিকে উদ্ধার করে কাউন্সিলর নাজমিন সুলতানার কাছে নিয়ে যান। ওই কাউন্সিলরের স্বামী কংগ্রেস নেতা বাবু গাজি বলেন, ‘‘মেয়েটির কাছ থেকে সব শুনে অবাক হয়ে যাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৮
Share:

প্রতাকা চিত্র।

টাকার বিনিময়ে মেয়েকে বিহারে নাচের দলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। স্বরূপনগরের ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, বছর ষোলোর ওই নাবালিকাকে মঙ্গলবার বসিরহাট কালীবাড়ি এলাকায় ইতস্তত ভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় যুবক মৃত্যুঞ্জয় দে। মেয়েটির পরিচয় জানতে চান। সে জানায়, তার বাড়ি স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম গাবর্ডায়। বাবা বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করেন। মা বিহারে কাজ করেন। মেয়েটির অভিযোগ, বছরখানেক আগে স্কুলে পড়ার সময়ে বাবা-মা তাঁকে বিহারে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে নাচের দলে ভিড়িয়ে দেয়। সেখানে নানা ভাবে নির্যাতন চালানো হত তার উপরে। একজনের সহযোগিতায় পালিয়ে আসে মেয়েটি। বাদুড়িয়ার কাটিয়াহাটে সম্পর্কিত দিদির বাড়ি গিয়ে উঠে। সেখান থেকে চলে যায় মামার বাড়িতে। মেয়েটির কথায়, ‘‘স্বরূপনগরে মামার বাড়িতে বেশ ছিলাম। ভেবেছিলাম স্কুলে যাব। পড়াশোনা শুরু করব। এমন সময়ে জানতে পারি বাবা-মা আসছে আমাকে আবার বিহারে নিয়ে যাবে বলে। ভয় পেয়ে সকালে মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ি।’’

পুলিশ জানায়, মৃত্যুঞ্জয় মেয়েটিকে উদ্ধার করে কাউন্সিলর নাজমিন সুলতানার কাছে নিয়ে যান। ওই কাউন্সিলরের স্বামী কংগ্রেস নেতা বাবু গাজি বলেন, ‘‘মেয়েটির কাছ থেকে সব শুনে অবাক হয়ে যাই। মেয়েটিকে পুলিশে হাতে তুলে দেওয়া হয়েছে। তার বাবা-মাকে গ্রেফতার করার জন্য বসিরহাট থানায় পুলিশকে বলা হয়েছে।’’

Advertisement

মেয়েটির বাবা-মায়ের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন