Birthday

মেয়ের জন্মদিনেই বাড়িতে রক্তদান 

এমন ভাবনা থেকে হাবড়ার অভিজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অনন্যার। মেয়ের জন্মদিনে কোনও বড়সড় আয়োজন না করে রক্তদান শিবির করাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তাঁরা। 

Advertisement

 সীমান্ত মৈত্র

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:৫৪
Share:

উদ্যোগ: রক্তদান শিবিরে সপরিবার অভিজিৎ। ছবি: সুজিত দুয়ারি

ওঁদের কাছে জন্মদিনের অর্থ, নতুন করে জীবন শুরু করা।

Advertisement

অভিজ্ঞতায় ওঁরা দেখেছেন, রক্তের অভাবে অনেক মানুষ মারা যাচ্ছেন। তাই পাঁচ বছরের মেয়ে অভিনন্দার জন্মদিনে ওঁরা বাড়িতে আয়োজন করে ফেললেন রক্তদান শিবিরের।

এমন ভাবনা থেকে হাবড়ার অভিজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অনন্যার। মেয়ের জন্মদিনে কোনও বড়সড় আয়োজন না করে রক্তদান শিবির করাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তাঁরা।

Advertisement

দক্ষিণ হাবড়ার বাসিন্দা অভিজিৎ পেশায় আইনজীবী। বুধবার ছিল তাঁর মেয়ের জন্মদিন। শিবির করা হয়েছিল বাড়িতেই। কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে চিকিৎসকেরা এসে রক্ত নিয়ে গিয়েছেন। অভিজিৎ ও তাঁর স্ত্রী-সহ ৪৫ জন রক্তদান করেছেন। সকলের জন্য মাছ-ভাতের ব্যবস্থাও ছিল।

অভিজিৎ বলেন, ‘‘রক্তদান করতে কাউকে আলাদা ভাবে আমন্ত্রণ করিনি। মানুষ নিজেরাই জানতে পেরে এসেছিলেন। এমন অনেক মানুষ রক্তদান করেছেন, যাঁদের আমি আগে চিনতামই না।’’

মেয়ের জন্মদিনে প্রথাগত অনুষ্ঠান না করে রক্তদান শিবির আয়োজন করার ভাবনাটা প্রথমে আসে অনন্যার মাথায়। স্বামীকে বলতেই তিনি রাজি হয়ে যান। শুধু রক্তদান শিবিরের আয়োজন নয়, এ দিন অভিজিৎ দু’টি অনাথ আশ্রমের বাচ্চাদের মধ্যে নতুন জামা-কাপড়, শিক্ষা সরঞ্জাম বিলি করেছেন। তাঁর কথায়, ‘‘আমার মেয়ের বয়সী কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement