Indian Railways

Indian Railways: ট্রেন বাড়ানোর দাবিতে বিক্ষোভ, অবরোধ

বিক্ষোভকারীদের অভিযোগ, অফিস-কাছারি নিয়মিত চলছে। মানুষকে প্রয়োজনে দূর-দূরান্তে যেতে হচ্ছে। অথচ ট্রেনের সংখ্যা খুবই কম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ০৫:১৯
Share:

অবরোধ: লাইনে গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। ছবি: সুদীপ ঘোষ

ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানোর দাবিতে রেল লাইনের উপরে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালেন যাত্রীদের একাংশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ-শিয়ালদহ শাখার বহিরা কালীবাড়ি স্টেশনে। বিক্ষোভের জেরে দেড় ঘণ্টারও বেশি ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, অফিস-কাছারি নিয়মিত চলছে। মানুষকে প্রয়োজনে দূর-দূরান্তে যেতে হচ্ছে। অথচ ট্রেনের সংখ্যা খুবই কম। যে ট্রেনগুলি চলছে, সেগুলিও কম বগির। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে।

বিক্ষোভকারী নিত্যযাত্রী স্বপন বিশ্বাস বলেন, “রেডিও, টিভিতে বারবার বলা হচ্ছে দূরত্ববিধি মেনে চলতে। কিন্তু ট্রেনের যা অবস্থা, তাতে বিধি মানা সম্ভব হচ্ছে না। গাদাগাদি করে চলাচল করতে হচ্ছে। বাধ্য হয়ে প্রতিবাদে নামতে হয়েছে।” আনাজ ব্যবসায়ী কুতুব মোল্লা বলেন, “এই স্টেশন থেকেই আনাজ নিয়ে শিয়ালদহ বাজারে যাই। রেলের বগি কম থাকায় প্রায় দিনই সময় মতো যেতে পারছি না। ফলে উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না।” গৃহ সহায়িকা কল্পনা মণ্ডল বলেন, “কলকাতার ফ্ল্যাটে পরিচারিকার কাজ করি। ট্রেনের সমস্যায় সময় মতো পৌঁছতে পারছি না। নানা সমস্যা হচ্ছে।” হাসনাবাদ-শিয়ালদহ শাখার নিত্যযাত্রী সংগঠনের তরফে বাপি ভট্টাচার্য্য বলেন, “এই শাখায় সকালের প্রথম এবং তৃতীয় দু’টি ট্রেন বন্ধ। বাকি ১৫ জোড়া ট্রেন স্টাফ স্পেশল নাম দিয়ে চলাচল করছে। তার মধ্যে অধিকাংশই ৯ বগির। আমাদের দাবি, বিশেষ করে অফিস টাইম এবং বিকেলের দিকে ভিড় কমাতে ১২ বগির ট্রেন দেওয়া হোক। যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হোক ট্রেনের সংখ্যা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন