Drugs Recovered

এসটিএফের হানায় উদ্ধার কোটি টাকার মাদক ও নগদ কয়েক লক্ষ টাকা, বারুইপুরে গ্রেফতার ২

এসটিএফ সূত্রে খবর, উত্তর খোদার বাজারের মণ্ডলপাড়ার স্থানীয় বাসিন্দা ও হোমিওপ্যাথ চিকিৎসক আব্দুর সামাদের চারতলা বাড়ির নীচের তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোকলেশ শেখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৩
Share:

মাদক পাচারে মোকলেশের সহযোগী ছিলেন তাঁর শ্বাশুড়ি। —প্রতীকী চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। সেই অভিযানে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার মাদক ও নগদে লক্ষাধিক টাকা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে এই অভিযান চলাকালীন দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এসটিএফ সূত্রে খবর, উত্তর খোদার বাজারের মণ্ডলপাড়ার স্থানীয় বাসিন্দা ও হোমিওপ্যাথ চিকিৎসক আব্দুর সামাদের চারতলা বাড়ির নীচের তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোকলেশ শেখ। তাঁদের সঙ্গে থাকতেন মোকলেশের শাশুড়ি সেরিনা বিবি। সেরিনা, মোকলেশের বাড়ি মগরাহাট ও উস্থিতে। মাদক পাচারের খবর পেয়ে পুলিশ নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেরিনাদের বাড়িতে তল্লাশি চালায় এসটিএফ। উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক-সহ নগদ কয়েক লক্ষ টাকা।

জানা গিয়েছে, মাদক পাচারে মোকলেশের সহযোগী ছিলেন তাঁর শ্বাশুড়ি। মঙ্গলবার বিপুল পরিমাণ মাদক নিয়ে বাড়ি ফেরার পথেই ধরা পড়ে যান সেরিনা। এর পরেই গ্রেফতার করা হয় তাঁকে। মোকলেশকেও পাকড়াও করে তারা। তবে ওই সময় মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement