Father Abondones Son

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ১০ বছরের পুত্রকে ভারত-বাংলাদেশ সীমান্তে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন বাবা!

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বসিরহাট থানা এলাকার প্রসন্নকাঠি এলাকায় একটি কিশোরকে পাওয়া যায়। ছেলেটির নাম তমাল ঘোষ। বয়স ১০ বছর। চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১২:৪৭
Share:

১০ বছরের তমাল ঘোষকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। —নিজস্ব চিত্র।

নভেম্বরের শীত। একটা স্কুলব্যাগ নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বসে এক খুদে। ব্যাগে কিছু জামাকাপড়। ‘কোথা থেকে এসেছিস?’ পুলিশের প্রশ্নে ছেলেটি বলে, ‘অশোকনগর।’ ‘এখানে কেন?’ তাতে যা উত্তর মিলল, হতভম্ব হয়ে গেল পুলিশ। জানা গেল, দাম্পত্য কলহের জেরে ১০ বছরের ছেলেকে রাতের অন্ধকারে বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন বাবা!

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বসিরহাট থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম প্রসন্নকাঠিতে একটি কিশোরকে পাওয়া যায়। ছেলেটির নাম তমাল ঘোষ। বয়স ১০ বছর। চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে সে। কী ভাবে এবং কেন সে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে এল, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে পিন্টু ঘোষ, তমালের বাবা। অভিযোগ, কিছু জামাকাপড় ব্যাগে ভরে দিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার অন্ধকারের মধ্যে কান্নার শব্দ শুনে রাস্তার এক দিকে এগিয়ে গিয়েছিলেন কয়েক জন। তাঁরা দেখতে পান, বছর দশেকের একটি ছেলে কাঁদছে। তার নাম-পরিচয় ইত্যাদি জানার পর খাইয়ে-দাইয়ে তাকে সান্ত্বনা দেন তাঁরা। খবর দেন বসিরহাট থানায়। পুলিশ গিয়ে ছেলেটিকে উদ্ধার করে থানায় যায়। তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তার মধ্যে উঠে আসে ‘চাঞ্চল্যকর তথ্য।’

Advertisement

তমাল পুলিশকে জানায়, তার বাবার নাম পিন্টু এবং মায়ের নাম মাধবী ঘোষ। তাদের বাড়ি অশোকনগর থানার কাঠপোল এলাকায়। রোজই কিছু না কিছু নিয়ে বাবা ও মায়ের অশান্তি হত। কয়েক দিন আগে মা রাগ করে তাদের ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছেন। মায়ের কথা মনে পড়ছিল তার। মঙ্গলবার তাকে মামার বাড়ি দিতে যাওয়ার কথা বলে নিজের বাইকে বসান বাবা। কিন্তু মামার বাড়ি যাওয়া হয়নি তার। বাবা বাইকে করে তাকে নিয়ে চলে আসেন বসিরহাটের এই সীমান্তবর্তী এলাকায়। সেখানে রাস্তার পাশে তাকে বসিয়ে বাইকে স্টার্ট দিয়ে একা চলে যান বাবা।

পুলিশ জানিয়েছে, কিশোরের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখনও এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement