Tiger

কুলতলির দেউলবাড়িতে বাঘের আতঙ্ক! লোকালয়ে পায়ের ছাপ, চিতুরী বন ও পুলিশ তৎপর

বন দফতরের তরফে জানানো হয়েছে, বাঘটি যাতে আর লোকালয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য এলাকা জাল দিয়ে ঘেরা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৭:৪৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামের কিছু জায়গায় বাঘের পায়ের ছাপ দেখলেন স্থানীয়েরা। তার পরেই আতঙ্ক ছড়ায়। শনিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা কুলতলি থানা এবং চিতুরি ফরেস্ট রেঞ্জে বিষয়টি জানান। খবর পেয়েই তৎপর হয় বন দফতর।

Advertisement

শনিবার সকালে পায়ের ছাপ অনুসরণ করে বন দফতরের কর্মীরা নিশ্চিত হন যে, ঝোপের মধ্যে বাঘটি লুকিয়ে রয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলে পর্যবেক্ষণ শুরু করেন তাঁরা। বন দফতরের আধিকারিকেরা জানান, এই বর্ষার সময় সাধারণত বাঘ লোকালয়ে আসে না। সম্ভবত নদীপথ কিংবা জঙ্গলের সীমান্ত অতিক্রম করে বাঘটি ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে।

এ দিকে বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই কুলতলিতে ভিড় জমাতে শুরু করেন এলাকার বহু মানুষ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য পুলিশ এবং বন দফতর একযোগে ব্যবস্থা নিচ্ছে। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তোলে। বন দফতরের তরফে জানানো হয়েছে, বাঘটি যাতে আর লোকালয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য এলাকা জাল দিয়ে ঘেরা হবে। পাশাপাশি, পুলিশ মাইকিং করে স্থানীয় মানুষদের সতর্ক থাকতে বলছে। কাউকে ঝোপ বা নির্জন এলাকায় যেতে বারণ করা হয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছেন বনকর্মী ও পুলিশ আধিকারিকেরা। বাঘটিকে আড়াল থেকে নজরে রাখার পাশাপাশি বন দফতর তাকে নিরাপদে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement