Murder

সম্পত্তির লোভে খুনের নালিশ, ধৃত বৌমা-নাতি

দলের নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠায় জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে সহদেবকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মথুরাপুর শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০১:২০
Share:

প্রতীকী ছবি

বাড়ির পাশে পেয়ারা গাছের ডাল থেকে এক বৃদ্ধের গলায় কাপড়ের ফাঁস জড়ানো ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখময় নস্কর (৮৫)। এই ঘটনায় তাঁর বড় ছেলে জগন্নাথের অভিযোগের ভিত্তিতে সুখময়ের এক বৌমা নমিতা ও নাতি সুশান্ত নস্করকে গ্রেফতার করেছে পুলিশ। সহদেব নস্কর নামে সুখময়ের এক ছেলে পলাতক। তিনি বিজেপির জেলা নেতা। ধৃতদের শুক্রবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সুখময়ের বনেদি পরিবার। প্রচুর সম্পত্তি। সেই সম্পত্তি হাতাতে সহদেবের সঙ্গে বেশ কয়েকবার অশান্তি বাধে ছেলে, বৌমাদের। বৃহস্পতিবার বাবার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ব়ড় ছেলে জগন্নাথের সন্দেহ হয়। রাতেই তিনি থানায় লিখিত অভিযোগে জানান, সম্পত্তির লোভে খুন করা হয়েছে বাবাকে। শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে জগন্নাথের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দু’জনকে।

এ দিকে, তাঁদের দলের নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠায় জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে সহদেবকে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন