Bhangar

ভাঙড়ে ফের আইএসএফে ভাঙন! তৃণমূলে যোগ দিয়ে নওশাদের দলের নেতার দাবি, উন্নয়নের জন্য দলবদল

আইএসএফের অবশ্য দাবি, তাদের কোনও সক্রিয় নেতা বা কর্মী তৃণমূলে যোগদান করেননি। নিজেদের লোককেই দলীয় পতাকা দিয়ে যোগদান করাচ্ছে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ভাঙড়  শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার আইএসএফের খাসতালুকেই ভাঙন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম-সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে।

Advertisement

ভাঙড়ের আইএসএফ নেতা খাইরুল ইসলামের হাত ধরে রবিবার এই যোগদান মেলা হয়। তৃণমূলে যোগ দেওয়ার অব্যবহিত পরেই এলাকায় একটা মিছিল করেন দলবদলু নেতা এবং কর্মীরা। সফিকুল বলেন, ‘‘তৃণমূলের উন্নয়নমূলক কাজের জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।’’ যদিও ভগবানপুর অঞ্চলের আইএসএফ নেতা বাবুসোনা মোল্লার দাবি, নিজেদের লোকের হাতে পতাকা তুলে দিয়ে তৃণমূল ‘যোগদান মেলা’ করছে। তাঁর দাবি, আইএসএফের সক্রিয় কোনও নেতা বা কর্মী তৃণমূলে যোগ দেননি।

অন্য দিকে, আইএসএফে আবারও ভাঙন এবং তৃণমূলে ওই যোগদান নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, ‘‘শুধু ভগবানপুর নয়, ভাঙড়ের সর্বত্রই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান চলছে।’’ তাঁর সংযোজন, ‘‘বিধানসভা ভোটে যারা ভুল বুঝে আইএসএফ করেছিল, তারা আবার তৃণমূলে যোগদান করছে। আগামিদিনে যা এলাকায় তৃণমূলকে অনেক বেশি শক্তিশালী করবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন