Knife Attack At Sonarpur

সোনারপুরে রক্তারক্তি! রান্নাঘর থেকে ছুরি এনে লিভ ইন সঙ্গীকে ক্ষতবিক্ষত করে গ্রেফতার প্রেমিকা

পুলিশ সূত্রে খবর, একত্রবাসের সঙ্গীর চোখে ছুরি চালিয়ে দেন প্রতিমা দাস নামে এক যুবতী। তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানিয়েছেন দীর্ঘ দিন ধরে শ্যামল দাস নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১১:০৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মারাত্মক ঝগড়া। রাগের চোটে রান্নাঘর থেকে ছুরি এনে লিভ ইন সঙ্গীকে ক্ষতবিক্ষত করার অভিযোগ। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একত্রবাসের সঙ্গীর চোখে ছুরি চালিয়ে দেন প্রতিমা দাস নামে এক যুবতী। তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবতী জানিয়েছেন দীর্ঘ দিন ধরে শ্যামল দাস নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেম। ১২ বছর তাঁর লিভ ইন করছেন। কিন্তু সম্প্রতি শ্যামল অন্য এক মহিলার প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে তাঁদের মন কষাকষি চলছিল। তার পর শনিবার ওই রক্তারক্তি কাণ্ড।

জানা যাচ্ছে, ১২ বছর একত্রবাস করলেও এলাকায় নিজেদের স্বামী-স্ত্রী হিসাবে পরিচয় দিতেন শ্যামল ও প্রতিমা। কিছু দিন শ্যামলের সঙ্গে অন্য এক মহিলার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি প্রতিমার। ওই নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছু দিন ধরে অশান্তি চলছিল। শ্যামলের অভিযোগ, প্রতিমা বিনা প্ররোচনায় তাঁকে আক্রমণ করেছেন। তাঁর কথায়, ‘‘রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে আমার চোখে মেরেছে ও।’’

Advertisement

প্রতিবেশীরা জানাচ্ছেন, চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা শ্যামলদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ওই অবস্থাতেই তিনি লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement