Bloodstain in Waiting Room

ভাঙড়ে রক্তরহস্য, যাত্রী প্রতীক্ষালয়ের অবস্থা দেখে সাতসকালে আতঙ্ক ছড়াল এলাকায়

যাত্রী প্রতীক্ষালয়ে ছড়িয়ে-ছিটিয়ে রক্ত। তার জেরে আতঙ্ক ভাঙড়ের জাগুলগাছি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই রক্ত মানুষের। কাউকে ওই প্রতীক্ষালয়ে খুনের চেষ্টা হয়েছে বলে তাঁদের ধারণা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড়  শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১১:৪৪
Share:

যাত্রী প্রতীক্ষালয়ে ছড়িয়ে-ছিটিয়ে রক্ত। প্রতীকী চিত্র।

যাত্রী প্রতীক্ষালয়ে ছড়িয়ে-ছিটিয়ে রক্ত। তার জেরে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জাগুলগাছি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই রক্ত মানুষের। কাউকে ওই প্রতীক্ষালয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে তাঁদের একাংশের ধারণা। অবশ্য দুর্ঘটনায় কারও আহত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘটকপুকুর-সোনারপুর মেন রোডের পাশে জাউলগাছি এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রাথমিক ভাবে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা খবর দেন ভাঙড় থানায়। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ওই রক্তের নমুনা সংগ্রহ করেন। শিবশঙ্কর নন্দী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘কয়েক জনের কাছে খবর পেয়ে যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে দেখলাম প্রচুর রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। ওখানে মানুষের পায়ের ছাপও রয়েছে। মনে হচ্ছে, ধস্তাধস্তিও হয়েছে। আমার মনে হয়, ওখানে কেউ কাউকে খুনের চেষ্টা করেছে। আবার কোনও দুর্ঘটনাও হতে পারে। দেখে মনে হচ্ছে, মানুষের রক্তই। লোকজনের মুখে শুনলাম ওই প্রতীক্ষালয়ে নাকি এক জন ছিলেন।’’

এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, ওই রক্ত কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন