Police Bandhu

থানায় দৌড়োতে হবে না, ঘরে বসে দায়ের করা যাবে অভিযোগ! রাজ্যে প্রথম, ‘পুলিশবন্ধু’ অ্যাপ চালু বনগাঁয়

বনগাঁর মতো সীমান্তবর্তী এলাকায় অপরাধের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। তাই পুলিশ ও প্রশাসনকে আলাদা করে এই সমস্ত এলাকার উপরে গুরুত্ব দিতে হয়। এমতাবস্থায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছে বনগাঁর পুলিশ প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬
Share:

এ বার ঘরে বসে বনগাঁ পুলিশ জেলার যে কোনও থানায় এফআইআর দায়ের করা যাবে। শুধু মোবাইলে থাকতে হবে ‘পুলিশবন্ধু।’ গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুলিশে অভিযোগ জানানোর জন্য আর থানায় যেতে হবে না। এমনকি, দায়ের করা মামলার গতিপ্রকৃতিও জানা যাবে বাড়িতে বসে। এমনই মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘উপহার’ দিচ্ছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলা। নাম ‘পুলিশ বন্ধু।’ সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশের এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম বলে দাবি। এই অ্যাপের আরও একটি সুবিধা আছে। মামলার গতিপ্রকৃতি জানতে ভিডিয়ো কলে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী।

Advertisement

বনগাঁর মতো সীমান্তবর্তী এলাকায় অপরাধের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। তাই পুলিশ ও প্রশাসনকে আলাদা করে এই সমস্ত এলাকার উপরে গুরুত্ব দিতে হয়। এমতাবস্থায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছে বনগাঁর পুলিশ প্রশাসন। উদ্যোগের নাম ‘পুলিশ বন্ধু।’ এই এই অ্যাপের মাধ্যমে বাড়ি হোক বা বাইরে, যে কোনও জায়গা থেকেই পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। সাহায্য চাওয়া যাবে পুলিশের। অভিযোগও জানানো যাবে। এই অ্যাপের জন্য আইনশৃঙ্খলা রক্ষা করা, অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ করা থেকে অভিযুক্তকে ধরা, সব কিছুই আরও সহজ হবে বলে আশাবাদী পুলিশ।

বনগাঁ জেলা পুলিশ এলাকায় ‘পুলিশ বন্ধু’ অ্যাপ চালু হওয়া নিয়ে বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার বলেন, ‘‘আগামিদিনে বনগাঁ মহকুমার বাসিন্দারা কোনও অভিযোগ জানাতে চাইলে তাঁদের আর থানায় দৌড়তে হবে না। আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে অভিযোগ জানাতে পারবেন।’’ তিনি আরও বলেন, ‘‘কোনও মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিশদ বিবরণ মিলবে এই অ্যাপে। এমনকি, প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলার ব্যবস্থা থাকোছে।’’

Advertisement

কেরল, কর্নাটকের মতো রাজ্যগুলিতে পুলিশের নিজস্ব অ্যাপ রয়েছে, যেখানে বাড়িতে বসে অভিযোগ দায়ের করা যায়। বাংলায় এমন অ্যাপ প্রথম চালু হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement