Arrest

এক বছরের সন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার মা

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কাঁটাবাগানের বাসিন্দা অমিতোষ বারুই কর্মসূত্রে দুবাই থাকেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী তপতী বারুই। তাঁদের এক বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বুধবার সকালে ঘরে থাকা অ্যাসিড মেয়ের মুখে ঢেলে দেয় মা তপতী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:০১
Share:

—প্রতীকী চিত্র।

পারিবারিক বিবাদের জেরে এক বছরের কন্যা সন্তানকে অ্যাসিড খাইয়ে দিয়েছিলেন তার মা। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মাকে গ্রেফতার করে বনগাঁ থানা। বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁর নকপুল কাঁটাবাগান এলাকায়। পরিবারের লোক জন শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কাঁটাবাগানের বাসিন্দা অমিতোষ বারুই কর্মসূত্রে দুবাই থাকেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী তপতী বারুই। তাঁদের এক বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বুধবার সকালে ঘরে থাকা অ্যাসিড মেয়ের মুখে ঢেলে দেয় মা তপতী। তড়িঘড়ি পরিবারের লোক জন শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এর পর শিশুটির জ্যেঠিমা প্রিয়াঙ্কা বারুই তাঁর জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তপতীকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। তপতীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি মাঝেমধ্যেই শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের সঙ্গে অশান্তি করতেন, মারধর করতেন নিজের ও সৎ সন্তানদের। পরিবারের লোকেরা প্রতিবাদ করলে, আত্মহত্যা করে পরিবারের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখাতেন তিনি। গত ১ সেপ্টেম্বর শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঝগড়া হয় তপতীর। সেই ঝগড়ার জেরেই মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাইল্ড লাইনের নির্দেশ মতো শিশুটিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তার মাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে পুলিশ জানতে পেরেছে মেয়েকে অ্যাসিড খাইয়ে, তপতী নিজেও অ্যাসিড খাওয়ার পরিকল্পনা করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement