জয়নগরে খুন

বাজার সেরে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জয়নগরের মহিষমারি বাজারের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ইউসুফ মোল্লা (৪২)। বাড়ি ওই এলাকায় বাগাচি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ ফিরছিলেন ইউসুফ। আগে থেকে ওত পেতেছিল এক দল দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:৩৬
Share:

বাজার সেরে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জয়নগরের মহিষমারি বাজারের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ইউসুফ মোল্লা (৪২)। বাড়ি ওই এলাকায় বাগাচি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ ফিরছিলেন ইউসুফ। আগে থেকে ওত পেতেছিল এক দল দুষ্কৃতী। তারা এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। গুলি লাগে ইউসুফের বুকে-পেটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ইউসুফ তৃণমূলের সমর্থক ছিলেন। তাঁর পরিবারে পক্ষ থেকে রাতেই ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। কাউকে গ্রেফতার করা যায়নি। কী কারণে খুন, তা-ও জানাতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement