Kalyan Banerjee

Abhishek-Kalyan Quarrel: অভিষেকে অপমান কল্যাণ, ওঁর পদত্যাগ  চাই, কুশপুত্তলিকা  পুড়িয়ে বিক্ষোভ ডায়মন্ড হারবারে

শনিবার সন্ধে নাগাদ ডায়মন্ড হারবারের সরিষায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার  শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ২৩:৪৬
Share:

কল্যাণের কুশপুত্তলিকা  পুড়িয়ে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। তার প্রেক্ষিতেই এ বার কল্যাণের কুশপুত্তলিকা দাহ করা হল ডায়মন্ড হারবারে। সেই সঙ্গে কল্যাণের পদত্যাগেরও দাবি জানানো হয়।

Advertisement

শনিবার সন্ধে নাগাদ ডায়মন্ড হারবারের সরিষায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ। তাঁদের দাবি, অভিষেককে অপমান করেছেন কল্যাণ। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলেও স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভকারী এক যুবক সাকিল আহমেদ বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের সাংসদকে আপমান করেছেন উনি। আমরা কল্যাণবাবুর পদত্যাগ দাবি করছি।’’

Advertisement

এ বিক্ষোভ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন