Harassment Allegation

গাইঘাটায় ঠাকুর দেখে ফেরার সময় তরুণীকে ‘কটূক্তি’! শ্লীলতাহানিরও অভিযোগ, মার বন্ধু এবং দাদাকেও

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে তরুণী জানান, সোমবার রাত পৌনে একটা নাগাদ একটি মণ্ডপ থেকে পুজো দেখে বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফিরেছিলেন। সেই সময়েই দুষ্কৃতীরা অতর্কিতে তাঁদের উপর চড়াও হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:২৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কালীপুজোর সময়ে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে একদল যুবকের হাতে হেনস্থার শিকার হলেন এক তরুণী। সোমবার রাত পৌনে ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। ঠাকুর দেখে বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফেরার সময় এক দল যুবক তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। তরুণীর উদ্দেশে বিভিন্ন কটূক্তি এবং তাঁর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। গতরাতের ওই ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে তরুণী জানান, সোমবার রাত পৌনে একটা নাগাদ একটি মণ্ডপ থেকে পুজো দেখে বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফিরেছিলেন। সেই সময়েই দুষ্কৃতীরা অতর্কিতে তাঁদের উপর চড়াও হয়। তরুণীর সঙ্গে ‘অশ্লীল’ আচরণ করা হয়েছিল বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মধ্যে এক জন তাঁর হাত ধরে টেনে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে বলেও পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী। তাঁর সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয় বলে অভিযোগ।

তরুণীর দাবি, এই হেনস্থার মাঝেই তিনি কোনও রকমে তাঁর দাদাকে ফোন করেন। দাদা বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছোলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তরুণী পুলিশের কাছে অভিযোগ জানান, দুষ্কৃতীরা তাঁর দাদার মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তার জেরে তরুণীর দাদার নাক ফেটে যায়।

Advertisement

ঘটনাস্থলের পাশেই রেললাইন ছিল। দুষ্কৃতীরা সেখান থেকে পাথর তুলে তরুণীকে আঘাত করেন বলে অভিযোগ। তাঁর বন্ধুকেও লোহার রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই তরুণীর। সোমবার রাতের ওই ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন ‘আক্রান্ত’ তরুণী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement