ছাত্রীকে ধর্ষণ করে বাংলাদেশে পালানোর চেষ্টা, ধৃত

খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে বাংলাদেশে পালানোর আগে তাকে দুলদুলি থেকে ধরে ফেলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০২:১৫
Share:

খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে বাংলাদেশে পালানোর আগে তাকে দুলদুলি থেকে ধরে ফেলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Advertisement

ঘটনাটি বৃহস্পতিবারের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই গ্রামে বাড়ি ওই মেয়েটি এবং যুবকের। মেয়েটির দাবি, স্কুলের পথে প্রায়ই তাকে বিরক্ত করত জয়ন্ত গাইন নামে ওই যুবক। কুপ্রস্তাবও দেয়। তাতে সাড়া না দেওয়ায় হুমকিও দিত বলে অভিযোগ।

ঘটনার সন্ধ্যায় মেয়েটি বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেই সুযোগে জয়ন্ত ঘরে ঢোকে। মুখ চেপে ধরে তার উপরে অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে খুনের হুমকি দেয়।

Advertisement

ভয়ে সে কথা চেপেই গিয়েছিল মেয়েটি। কিন্তু শুক্রবার অসুস্থ হয়ে পড়ে। তখন সব জানায় মাকে। পরিবারের লোকজনও প্রাথমিক ভাবে ভয় পেয়েছিলেন। তবে গ্রামের কয়েকজন পাশে দাঁড়ান। থানায় এসে জয়ন্তর বিরুদ্ধে অভিযোগ করেন মেয়েটির মা। শনিবার সকালে বাংলাদেশে পালানোর সময়ে দুলদুলি ফেরিঘাট থেকে পুলিশ জয়ন্তকে ধরে ফেলে। তাকে এ দিন পকসো মামলায় বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ধৃতকে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার কথা আদালতকে জানানো হয়েছিল। বিচারক দু’দিন জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাকে পকসো মামলায় বিশেষ আদালতে তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement