Fire Incident in Barasat

বারাসতের কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নেবাতে গিয়ে অসুস্থ এক দমকলকর্মী, যান চলাচল স্তব্ধ টাকি রোডে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলের পর বারাসতের বামুনমুড়া কদম্বগাছি এলাকার একটি কারখানায় আগুন লাগে। ঘটনাটি নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই আগুন নেবানোর কাজ শুরু করেন। পরে আসে দমকলবাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২০:১৯
Share:

বারাসতের কারখানায় অগ্নিকাণ্ড। —নিজস্ব চিত্র।

বারাসতের এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেলের পর ওই কারখানায় আগুন লাগার ঘটনা নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই, যে সহজে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। এক জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর। ঘটনাস্থলে পৌঁছোন বারাসতের তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষদস্তিদার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলের পর বারাসতের বামুনমুড়া কদম্বগাছি এলাকার একটি কারখানায় আগুন লাগে। ঘটনাটি নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই আগুন নেবানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। তবে ঘণ্টা খানেকের বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে। সেই সঙ্গে গল গল করে বার হচ্ছে ধোঁয়া।

কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। দমকল কর্তাদের কথায়, ‘‘আগুন নিয়ন্ত্রণে আনাই এখন আমাদের কাছে প্রধান লক্ষ্য। তার পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।’’ এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে টাকি রোডের উপর যান চলাচল প্রায় একপ্রকার স্তব্ধ হয়ে যায়। অনেক গাড়িই ঘুরপথে গন্তব্যে পৌঁছোচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement