ছবি: এআই সহায়তায় প্রণীত।
কানে হোডফোন দিয়ে রেললাইনে বসে ফোনে কথা বলছিল বছর ষোলোর এক তরুণী। ক্যানিং থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেন কখন তার কাছে এসে পড়়েছে, দেখেইনি মেয়েটি। হুইসলেও হুঁশ ফেরেনি। ছিন্নভিন্ন হল দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম দীপ্সা পাল। বাড়ি কালিকাপুর এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ ক্যানিং থেকে শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই তরুণীর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ক্ষণ ধরে রেললাইনে বসে ফোনে কারও সঙ্গে গল্প করছিল মেয়েটি। কানে ছিল হেডফোন। তাঁদের হাঁকডাক, ট্রেনের হুইসল কানে ঢোকেনি তার। ট্রেনের ধাক্কায় মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপি।
নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে মৃতার পরিবারের সঙ্গেও। স্বাভাবিক ভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।