স্কুলে বসেই ছুটির মজা

সরকারি স্কুলেও এ বার সামার ক্যাম্প! গরমের ছুটিটা যাতে বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাটাতে পারে পড়ুয়ারাও, তার ব্যবস্থায় উদ্যোগী হলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ০১:৪৯
Share:

সরকারি স্কুলেও এ বার সামার ক্যাম্প!

Advertisement

গরমের ছুটিটা যাতে বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাটাতে পারে পড়ুয়ারাও, তার ব্যবস্থায় উদ্যোগী হলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও। তাই রুপোলি পর্দায় দেখা ‘সামার ক্যাম্প’-এ এ বছর যোগ দেওয়ার সুযোগ পাবে উত্তর ২৪ পরগনা স্বরূপনগর চক্রের শাঁড়াপুল হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। স্কুল চত্বরেই এই ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানে যোগ দিতে আসবে বাংলানি প্রাথমিক বিদ্যালয়ের মতো স্থানীয় বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারাও।

স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এ রাজ্যে সরকারি স্তরের কোনও স্কুলে এই ধরনের ক্যাম্প করার ব্যবস্থা নেই। কিন্তু ছুটির সময়ে পড়ুয়াদের নানা শিক্ষামূলক কাজে যু্ক্ত থাকা প্রয়োজন বলে মনে করছে একাধিক শিক্ষক সংগঠন। সেই তাগিদেই এই উদ্যোগ বলে জানান শিক্ষকেরা।

Advertisement

হাটখোলা স্কুলের শিক্ষক তিলক মুখোপাধ্যায় জানান, দু’দিনের এই ক্যাম্প শুরু হবে ২৪ মে। সেখানে খেলার ছলে বিজ্ঞান শেখানো হবে। তাদের সামনে তুলে ধরা হবে ম্যাজিকের মূল ভিত্তি আসলে বিজ্ঞান। হবে শারীরচর্চার প্রশিক্ষণও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement