Tiger

Tiger in Village: ফের গোসাবায় ঢুকল বাঘ, একাধিক গবাদি পশুর উপর হামলা, খোঁজে বনদফতর

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী নদীর চরে বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোসাবা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১১:৪২
Share:

ফাইল ছবি

ফের লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। মঙ্গলবার সকালে গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ করা গিয়েছে। স্থানীয়দের দাবি, একাধিক গবাদি পশুর উপরও হামলা চালিয়েছে বাঘটি।

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী নদীর চরে বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পাওয়া গিয়েছে। তাঁদের অনুমান, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীন পিরখালি ২ নম্বর জঙ্গল থেকে বাঘটি সাঁতরে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যা রেঞ্জের কর্মীরা। এলাকা দ্রুত জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলও ঘটনাস্থলে গিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত এর ঠিক দশ দিন আগেই গোসাবার গ্লাসখালি ও এমনিবাড়ি এলাকায় বাঘ ঢুকে পড়ে। বাঘের খোঁজ চালাতে গিয়ে হামলার শিকার হন এক বিট অফিসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন