North 24 Parganas

অনাস্থা ভোটের আগেই ইস্তফা দিলেন গাইঘাটার শিমুলপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান

বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত প্রধান কণা গুহের স্বামী ধ্যানেশ নারায়ণ তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৯:০৭
Share:

পদত্য়াগী প্রধান কণা গুহ। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমুলপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান কণা গুহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন দলেরই পঞ্চায়েত সদস্যেরা। সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে নিজেই ইস্তফা দিলেন প্রধান।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে কণার স্বামী ধ্যানেশ নারায়ণ গুহ তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে কণা গুহ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামেনি সেই অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত মাসে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা । ২৫ শে জুন অনাস্থা ভোটাভুটির দিন ঠিক করা হয় । অনাস্থা ভোটাভুটির আগেই শারীরিক অসুস্থতা দেখিয়ে ইস্তফা দিলেন প্রধান কণা গুহ ।

কণা অবশ্য বুধবার দাবি করেন, তিনি কখনও বিজেপি-তে যোগ দেননি। তিনি বলেন, ‘‘আমি তৃণমূলে ছিলাম এবং তৃণমূলেই আছি। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিলাম।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন