Basanti

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা! বোর্ড গঠনের দিনেও তেতে বাসন্তী

শ্রীদাম বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এ বার তাঁর জায়গায় প্রধান হয়েছেন তাঁর পারুল মণ্ডল। অভিযোগ, বোর্ড গঠনের পর বাড়ি ফিরছিলেন শ্রীদাম। সেই সময় বাসন্তী সেতুর কাছে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ২৩:২৯
Share:

বাসন্তীতে হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। —নিজস্ব চিত্র।

ভোট-পর্বে বিস্তর অশান্তির পর পঞ্চায়েত বোর্ড গঠনের দিনেও তেতে উঠল দক্ষিণ ২৪ পরগনা। বুধবার বোর্ড গঠনের পর নির্বাচিত হওয়া তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বাসন্তীতে। জখম ব্যক্তির নাম শ্রীদাম মণ্ডল। তাঁকে প্রথমে বাসন্তী হাসপাতালে, পরে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

শ্রীদাম বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এ বার তাঁর জায়গায় প্রধান হয়েছেন তাঁর পারুল মণ্ডল। অভিযোগ, বোর্ড গঠনের পর বাড়ি ফিরছিলেন শ্রীদাম। সেই সময় বাসন্তী সেতুর কাছে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। হামলার ঘটনায় অভিযুক্ত রোহিত খানের বাড়িতে আগুন ধরানোরও অভিযোগ ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। তিনি বলেন, ‘‘অভিযুক্ত এক জন দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলাও আছে। তিনি পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই হামলা, খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে কি না, তা দেখা হচ্ছে।’’

এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। দলের জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, ‘‘এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূল নেতাদের ইন্ধনে ও পুলিশ প্রশাসনের একাংশের মদতে বাসন্তী দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।’’ পাল্টা বাসন্তী ব্লকের তৃণমূল নেতা মান্নান গাজি বলেন, ‘‘এটা পুরোপুরি বিরোধীদের চক্রান্ত। এই ভাড়াটে খুনিদের কাজে লাগানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement