Sukanta Majumdar

এসি লোকালে চেপে সুকান্তেরা দমদমে পৌঁছোতেই বিক্ষোভ! উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘর্ষে, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

রবিবার শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের উদ্বোধন করেন সুকান্তরা। রানাঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্তের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ২৩:৩৫
Share:

সুকান্ত মজুমদার। — ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূলের বিক্ষোভে শোরগোল দমদমে। এসি লোকালে করে এসে দমদমে নেমেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত। তিনি ও বিজেপির অন্য নেতা-কর্মীরা স্টেশন থেকে বেরোতেই তাঁদের ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

রবিবার শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের উদ্বোধন করেন সুকান্তরা। রানাঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্তের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এসি লোকাল উদ্বোধনের পর সেই ট্রেনে চেপেই সুকান্তেরা দমদমে পৌঁছোন। স্থানীয় সূত্রে খবর, স্টেশন থেকে বেরিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে গিয়েছিলেন সুকান্ত। সেই সময়েই তাঁকে ঘিরে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা স্লোগান তোলেন। অভিযোগ, বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের সঙ্গেও তৃণমূলের লোকেরা খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ।

সুকান্ত বলেন, ‘‘মহিলাদের হাতে ধরে টানাটানি করছে ওরা। এটা অসভ্যতা। আর বাংলার প্রতি যদি এতই প্রেম, তা হলে ইউসুফ পঠানকে বাদ দিয়ে কোনও বাঙালিকে আনুক। শত্রুঘ্ন সিন্‌হা, কীর্তি আজাদেরা কি বাঙালি?’’ বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত।

Advertisement

পাল্টা তৃণমূলের বক্তব্য, এই বাংলায় শুধু ‘জয় বাংলা’ স্লোগানই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement