Duttapukur Train Incident

ট্রেনে মহিলা সহযাত্রীদের সামনে হস্তমৈথুন! দত্তপুকুর স্টেশনে বেঁধে মার অভিযুক্তকে, প্রশ্ন যাত্রীসুরক্ষার

একটা সময়ে মহিলারা সম্মিলিত ভাবে তেড়ে যান ওই যুবকের দিকে। প্ল্যাটফর্মে নামিয়ে শুরু হয় চড়-থাপ্পড়। এর পর দত্তপুকুর স্টেশন সংলগ্ন রেল পুলিশের অফিসের সামনে একটি খুঁটিতে বেঁধে অভিযুক্তকে লাথি-ঘুষি মারা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫
Share:

(বাঁ দিকে) ট্রেনে আসনে বসে অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করেছে রেল পুলিশ। —নিজস্ব চিত্র।

সন্ধ্যা সাড়ে ৫টার ডাউন দত্তপুকুর লোকাল তখন স্টেশন ছাড়বে ছাড়বে করছে। যাত্রীদের কেউ কেউ আসনে বসে, কেউ দাঁড়িয়ে রয়েছেন কামরার দরজার পাশে। হঠাৎ মহিলাদের চিৎকার-চেঁচামেচি। কিছু ক্ষণ পরে এক যুবককে বেঁধে ধরে শুরু হল মার। অভিযোগ, মহিলা যাত্রীদের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিলেন ওই যুবক। সোমবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর স্টেশনে। আবার একবার যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

প্রত্যক্ষদর্শী এক মহিলা যাত্রী জানান, সোমবার দত্তপুকুর লোকালে উঠেছিলেন হৃদয়পুর যাবেন বলে। তাঁর সামনে এবং পিছনের আসনে আরও কয়েক জন মহিলা সহযাত্রী বসেছিলেন। হঠাৎ সকলের নজর যায় টি শার্ট, ট্রাউজার্স পরা এক ছিপছিপে যুবকের দিকে। তিনি তাঁদের উদ্দেশে কুৎসিত অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ। প্রথমে সকলে চোখ সরিয়ে নিয়েছিলেন। কিন্তু যুবক থামেননি। অভিযোগ, ট্রাউজার্সের জ়িপ খুলে সকলের সামনে হস্তমৈথুন করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সহযাত্রীরা। কয়েক জন প্রতিবাদ করেন। কিন্তু অভিযুক্ত তাঁদের ধর্তব্যের মধ্যে আনেননি। অভিযোগ, কামরার দরজার সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ প্রদর্শন করতে করতে অঙ্গভঙ্গি করতে থাকেন ওই যুবক। মহিলারা নজরে তাঁর ‘উৎসাহ’ আরও বেড়ে যায়।

একটা সময়ে মহিলারা সম্মিলিত ভাবে তেড়ে যান ওই যুবকের দিকে। প্ল্যাটফর্মে নামিয়ে শুরু হয় চড়-থাপ্পড়। এর পর দত্তপুকুর স্টেশন সংলগ্ন রেল পুলিশের অফিসের সামনে একটি খুঁটিতে বেঁধে অভিযুক্তকে লাথি-ঘুষি মারা হয়। শেষমেশ রেল পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

Advertisement

এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে। নিত্যযাত্রীরা লোকাল ট্রেনে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষার দাবি উঠেছে। রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement