—প্রতীকী চিত্র।
বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল । বাংলা ভাষায় কথা বললেই অনেককে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ এনে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছে বাংলার শাসকদল। এমন আবহে বিজেপিশাসিত অসমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক শ্রমিকের। মৃতের নাম সোমনাথ জানা (২৭)। বাড়ি কাকদ্বীপ থানার বামানগরের পার্বতীপুর এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমনাথ ১৬ অগস্ট বাড়িতে এসেছিলেন। এর পর গত মঙ্গলবার তিনি ফের অসমে কাজে ফিরে যান। কিন্তু বৃহস্পতিবার থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। ফলে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। অবশেষে রবিবার সকালে পরিবার অসমের অফিসে ফোন করলে তাঁদের জানানো হয়, বাস দুর্ঘটনায় সোমনাথের মৃত্যু হয়েছে। এই খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবার।
সোমনাথ একটি বেসরকারি কোম্পানিতে সোলার প্যানেলের কাজ করতেন। তাঁর অকালমৃত্যুতে পরিবার যেমন শোকস্তব্ধ, তেমনই সন্দেহও তৈরি হয়েছে। কারণ, বিজেপিশাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এমনকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের বৈধ নথিপত্র দেখালেও বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই এমন সব অভিজ্ঞতার নিরিখে সোমনাথের মৃত্যু নিয়ে পরিবারে সন্দেহ দানা বেঁধেছে। এমনিতেই কাজে ফেরার পর কয়েক দিন যোগাযোগ না থাকার পরে হঠাৎ দুর্ঘটনার খবর, সব মিলিয়ে পরিবারের প্রশ্ন বাড়ছে।
এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, “অসমে বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার কথা আমরা জানতে পেরেছি। প্রাথমিক ভাবে বলা হচ্ছে দুর্ঘটনা। কিন্তু আমরা প্রকৃত কারণ জানতে চাই। তাই বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
রাজনৈতিক দিক থেকেও ঘটনাটি গুরুত্ব পাচ্ছে। কারণ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে আগেই তৃণমূল বাঙালি-বিরোধী মানসিকতার অভিযোগ তুলেছিল। সেই প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার এক যুবকের মৃত্যু নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।
অন্য দিকে, শোকে ভেঙে পড়া সোমনাথের পরিবার এখন রাজ্য সরকারের সহায়তার আবেদন জানিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ আশ্বাস দিয়েছে, তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া হবে সোমনাথের পরিবারকে।