Assam

Assam TMC: মহুয়া-সুস্মিতাদের হাত ধরে অসম কংগ্রেসের একঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে

মঙ্গলবার গুয়াহাটিতে ফিরতেই তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। সেই দিনই রিপুন জানিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে অসম কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাবেন তিনি। সেই কথা মতোই বুধবার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সহ একঝাঁক নেতা তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মহুয়া ও সুস্মিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৪:১৯
Share:

মহুয়া - সুস্মিতাদের হাত ধরে অসমে কংগ্রেস ছেড়ে একঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে নিজস্ব চিত্র।

অসম কংগ্রেসে আবার ভাঙন ধরাল তৃণমূল। বুধবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অসম প্রদেশ তৃণমূলের সভাপতি রিপুন বরা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর উপস্থিতিতে একঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে। গত সপ্তাহেই অসম তৃণমূলের সভাপতি নির্বাচিত হন রিপুন। মঙ্গলবার গুয়াহাটিতে ফিরতেই তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। সেই দিনই রিপুন জানিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে অসম কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাবেন তিনি। সেই কথা মতোই বুধবার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সহ একঝাঁক নেতা তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মহুয়া ও সুস্মিতা।

Advertisement

সুস্মিতা বলেন, ‘‘অসম জুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। দেশজুড়েও সেই একই অশান্তির বাতাবরণ তৈরি করে দেশকে বিভাজনের চেষ্টা হচ্ছে। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে দিদি প্রমাণ করে দিয়েছেন, তিনিই পারেন স্বৈরাচারী বিজেপিকে উপযুক্ত জবাব দিতে। এ বার অসমে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে দিদির নেতৃত্বেই অনেকে তৃণমূলে যোগ দিলেন এই নেতারা।’’ উল্লেখ্যযোগ্য কংগ্রেস নেতাদের মধ্যে তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র মুসাহারি, বাবুল সোনোয়াল, হরিপদ ত্যাগী, অরুণজ্যোতি ভুঁইয়া, দিগন্তভূষণ বর্মন, জুলফিকার হুসেইন, চিত্তরঞ্জন পাল, মেহেবুব হোসেন, গৌরঙ্গ বরা, বিজিত দাস, হরেন বরা, নিরঞ্জন বরা, জিতেন ভুঁইয়া, ভবন্ত রাভা, শচীন্দ্রকুমার দাস, পুলক বর্মা, আব্দুল বারেন, সত্যজিৎ দেবনাথ প্রমূখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন