Arijit Singh

‘চ্যাংদোলা করে সরিয়ে দিয়েছে’! অরিজিৎ এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে থানায় শান্তিনিকেতনের ‘শিল্পী’

সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায়। অভিযোগ করেছেন বোলপুরের সুভাষপল্লির বাসিন্দা ও সঙ্গীতের যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:৪৮
Share:

অরিজিৎ সিংহ। —ফাইল চিত্র।

সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায়। অভিযোগ করেছেন বোলপুরের সুভাষপল্লির বাসিন্দা ও সঙ্গীতের যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা।

Advertisement

অরিজিতের ব্যক্তিগত সহকারী আশিস বিসওয়াল বলেন, ‘‘এ ব্যাপারে আমরা কিছু জানি না। পুলিশও অরিজিৎ সিংহ বা তাঁর দেহরক্ষীকে কিছু জানায়নি।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিতের। সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত। অভিযোগ, শুটিংয়ের জন্য অরিজিতের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও পথ না ছাড়ায় তিনি আবার অনুরোধ করেন। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়।

Advertisement

কমলাকান্ত পুলিশকে জানিয়েছেন, অরিজিতের দেহরক্ষীদের কথামতো তিনি অপেক্ষা না করে এগোতে গেলে তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতে তুলতে চেষ্টাও করেন দেহরক্ষীরা। ধস্তাধস্তির মধ্যে তাঁর হাতের একটি সোনার আংটি খোয়া গিয়েছে বলে অভিযোগ কমলাকান্তের। এর পরেই তিনি শান্তিনিকেতন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

কমলাকান্ত বলেন, ‘‘আমি নিজেও একজন শিল্পী। অথচ আর এক জন শিল্পীর টিম আমার সঙ্গে এই আচরণ করল। আমি ন্যায়বিচার চাই।’’

বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement