Abhishek Banerjee

৪ হাজার নেতাকে নিয়ে ৮ অগস্ট বৈঠকে অভিষেক, এসআইআর নিয়ে সাংগঠনিক নির্দেশ? চর্চায় আছে বুথ স্তরের দলীয় কর্মসূচিও

এসআইআর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১২:০৯
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে ফের একই বহরে বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৮ অগস্ট বিকাল ৪টের সময় শুরু হবে সেই বৈঠক।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে ডাকা হয়েছে। ক্যামাক স্ট্রিটের হিসাব, ৪ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন ৮ অগস্টের ওই ভার্চুয়াল বৈঠকে।

ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাদের মহাসম্মেলন করে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। তা ধরতে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। যাতে পুরোদস্তুর জুড়ে ছিল পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। এ বার এসআইআর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে।

Advertisement

সাম্প্রতিক বীরভূম সফরে মমতা একাধিক বার দলের নেতাদের প্রকাশ্যেই বার্তা দিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজে মনোনিবেশ করতে হবে। তৃণমূল সূত্রে খবর, সেই কাজ কী প্রক্রিয়ায় হবে, সেই বিষয়েই নির্দেশ দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। নির্ধারিত সময়ে ভোট হলে আর মাস আটেক বাকি রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের। ক্যামাক স্ট্রিট সূত্রের খবর, ৮ তারিখের বৈঠক থেকে বুথ স্তরে প্রচারের ভাষ্য তৈরির নকশাও বলে দেওয়া হবে। স্থানীয় স্তরে জনসংযোগ ঝালিয়ে নিতে বিশেষ কোনও কর্মসূচিও দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement