মমতার বিরুদ্ধে মুখ খুললেন অধীর

কংগ্রেসকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। দাবি অধীর চৌধুরীর। মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নিজের শহর বহরমপুর হাতছাড়া হওয়ার পর এই প্রথম কোনও প্রকাশ্য কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০৩:২০
Share:

কংগ্রেসকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। দাবি অধীর চৌধুরীর।

Advertisement

মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নিজের শহর বহরমপুর হাতছাড়া হওয়ার পর এই প্রথম কোনও প্রকাশ্য কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন অধীর চৌধুরী। বিধান ভবনে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাবে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, ‘‘২১১টি আসন পেয়েও এই সরকার স্বস্তিতে থাকতে পারছে না, অন্য দলকে ভাঙাতে হচ্ছে। এর থেকেই বোঝা যায় এই সরকার দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকেই ভাঙাচ্ছেন, তার কারণ তিনি জানেন তাঁর দিক থেকে রাজ্যের মানুষ যখন মুখ ফেরাতে শুরু করবেন, তখন তারা কংগ্রেসের কাছেই আসবেন।’’

প্রদেশ কংগ্রেসের পত্রিকা ‘প্রদেশ কংগ্রেস বার্তা’র প্রকাশ অনুষ্ঠান ছিল এ দিন। এই পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজ্যবাসীর কাছে আরও বেশি করে পৌঁছনোর ডাক দিয়েছেন অধীর। তিনি ছাড়াও এ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলেনেতা আব্দুল মান্নান, বিধায়ক মনোজ চক্রবর্তী, সুখবিলাস বর্মা, অসিত মিত্র, সাবিনা ই।য়াসমিন, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ প্রমুখ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে পত্রিকাটি প্রকাশ হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন