Suvendu Adhikari

যাঁদের জার্সি বদল কাজ তাঁরা পাল্টাবেন, শুভেন্দুর দলবদলের দিনে মন্তব্য অধীরের

অধীর বলেন, ‘‘এতে বিজেপি-র লাভ হচ্ছে, তৃণমূল থেকে যাওয়া মানেই বিজেপি-র লাভ। বিরাট কিছু না হলেও বিজেপি-র লাভ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৯:৫৩
Share:

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ অধীর চোধুরীর। —নিজস্ব চিত্র

নাম না নিয়েও শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগ দেওয়াকে ‘জার্সি বদল’ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় শুভেন্দু-সহ ১০ জন বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছেন।

Advertisement

সেই সভা শেষ হওয়ার পরে পরেই বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘‘কে কোন দলে গেল, কে কখন জার্সি পরিবর্তন করছে তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। জার্সি পরিবর্তন যাদের কাজ তারা জার্সি পরিবর্তন করবে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় জার্সি পরিবর্তনের খেলা খেলেছিলেন, আর এখন তাঁর বিরুদ্ধে একই খেলা চলছে।’’ দলবদলের ফলে বিজেপির লাভ হবে বলেও মন্তব্য করেন অধীর। তিনি বলেন, ‘‘এতে বিজেপি-র লাভ হচ্ছে, তৃণমূল থেকে যাওয়া মানেই বিজেপি-র লাভ। বিরাট কিছু না হলেও বিজেপি-র লাভ।’’

শনিবার বিজেপির সভায় শুভেন্দুর বক্তব্য নিয়েও কটাক্ষ করেছেন অধীর। মেদিনীপুরে শুভেন্দু ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলে স্লোগান তোলেন। সেই প্রসঙ্গে অধীর বলেন, ‘‘আমরা শুধু ভাইপো নয়, গোটা তৃণমূল দলকে হঠাতে বলছি।’’ শুভেন্দুর বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘‘ভাইপো হঠাবে কেন, দিদিকে হঠাতে পারছেন না। ভাইপোকে জন্ম দিয়েছেন দিদি, দিদি না থাকলে হয়তো ভাইপো হত না। ভাইপোকে হঠাব আর দিদিকে রাখব এমন স্লোগান তো চলতে পারে না।’’

Advertisement

আরও পড়ুন: শুভেন্দু অধিকার করেই অমিতের হুঙ্কার, ‘তৃণমূলে একা থাকবেন দিদি’

আরও পড়ুন: দল বদলেই ‘ভাইপো হঠাও’ স্লোগান শুভেন্দুর, ‘কাপুরুষ’ বলে পাল্টা তোপ তৃণমূলের

মেদিনীপুরে অমিতের সভায় পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে অধীর দাবি করেন, এর পরেও পুরুলিয়াতে কংগ্রেস জিতবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement