রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। —ফাইল চিত্র।
জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘোষণা করার পরেই সর্বদল বৈঠক ডাকল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের দফতর। (সিইও) দফতর। সোমবার সন্ধ্যায় সিইও দফতর স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে লিখিত ভাবে জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টের সময়ে ওই বৈঠক হবে।
জাতীয় নির্বাচন কমিশন যে বিধি জানিয়েছে, তা-ই ব্যাখ্যা করা হবে জানিয়ে সিইও দফতরের বার্তা— এ জন্য বিশেষ ভাবে নিযুক্ত অনুবাদকেরা কমিশনের পুরো ব্যাখ্যা বাংলায় অনুবাদ করে রাখবেন। প্রসঙ্গত, সোমবারই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার জানিয়েছেন, দ্বিতীয় পর্বের এসআইআর (প্রথম পর্বে হয়েছে বিহারে) হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে।
এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সোমবার রাত ১২টাতেই সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ রাত ১২টা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে। নতুন নাম তোলা, সংশোধন, পরিবর্তন ইত্যাদি করা যাবে না। ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম (সংখ্যা যাচাই সংক্রান্ত আবেদনপত্র) ছাপানোর কাজ। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্য দিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।