মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয় খাতে অনুদান দিয়েছেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ‘ধর্মাচরণ’ করেছিলেন, বাকিরা ‘শিখলেন’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটবেন রাজ্যের মন্ত্রীরা। উত্তরবঙ্গের দুর্যোগ তহবিলে নিজেদের বেতন থেকে তাঁদের এক লক্ষ টাকা করে দিতে হবে। বুধবার মন্ত্রীদের এমনটাই নির্দেশ দিয়েছে তৃণমূল। নির্দেশ গিয়েছে দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং উপমুখ্য সচেতক দেবাশিস কুমারের কাছেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তহবিলে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন।
উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডব্লিউবিএসএমডিএ)-এর তহবিলে অনুদানের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার ওই তহবিলে এক লক্ষ টাকা জমা দেওয়ার কথা জানান অভিষেক। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে উত্তরের জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জনজীবন প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য রাজ্য সরকার সকলের কাছে দুর্যোগ তহবিলে অনুদানের আবেদন জানিয়েছে। জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে আমি ওই তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়েছি।’ এর পর মমতা বুধবার সকালে উত্তরবঙ্গ থেকেই ঘোষণা করেন, তিনি দুর্যোগ তহবিলে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দলের তরফে সকল মন্ত্রীর কাছে বার্তা গিয়েছে। হোয়াট্সঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তাতে এক লক্ষ টাকা করে জমা দিতে বলা হয়েছে সকলকে। ওই টাকা উত্তরবঙ্গে দুর্যোগের ক্ষতিপূরণে এবং ত্রাণের কাজে ব্যবহার করা হবে।
রাজ্যের মন্ত্রীরা সাম্মানিক হিসাবে মাসে প্রায় দেড় লক্ষ টাকা করে পান। ফলে দুর্যোগ তহবিলে তাঁদের এক মাসের পুরো অর্থ দিয়ে দিতে হচ্ছে না। অন্য দিকে, বিজেপি বিধায়কেরাও উত্তরবঙ্গের জন্য দলীয় তহবিলে এক মাসের বেতন দান করেছেন। দুর্যোগে মৃতদের পরিবারকে বিজেপি দেবে দু’লক্ষ টাকা করে।
সম্প্রতি এক রাতের প্রবল বর্ষণে বিপর্যয় নেমে এসেছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কিছু অংশে। বহু রাস্তায় ধস নেমেছিল। নদীর জলস্তর বেড়ে গিয়েছিল বিপজ্জনক ভাবে। উত্তরবঙ্গের এই দুর্যোগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী এই দুর্যোগকে ‘মনুষ্যসৃষ্ট’ বলে উল্লেখ করেছেন। অভিযোগ, ভুটান থেকে ছাড়া জলে ভেসেছে উত্তরবঙ্গ। ভুটান সরকারেরও এর জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে দাবি করেন মমতা। উত্তরবঙ্গে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার সুরে সুর মিলিয়ে উত্তরবঙ্গের দুর্যোগকে ‘মনুষ্যসৃষ্ট’ বলে উল্লেখ করেন অভিষেকও। মঙ্গলবার এই খাতে নিজে এক লক্ষ টাকা অনুদান দিয়ে বাকিদেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘‘এই কঠিন সময়ে সহৃদয়তার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই মনুষ্যসৃষ্ট বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উদার ভাবে অবদান রাখতে আবেদন করছি।’’ বুধবার তাঁর দলের তরফেই সকল মন্ত্রীকে এক লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হল।