ইন্ডোরেই নেতাদের নিয়ে বসবেন শাহ

দলীয় সূত্রের খবর, বৈঠকেও তিনি ওই দুই বিষয়েই প্রচারের খুঁটিনাটি নিয়ে রাজ্য এবং জেলা নেতাদের পরামর্শ দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৭
Share:

ছবি: পিটিআই।

আগামিকাল, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার পর সেখানেই দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ডাকা হয়েছে দলের রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি, সাংসদ এবং লোকসভা ভোটের প্রার্থীদের। জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সভায় বক্তৃতা করার কথা শাহের।

Advertisement

দলীয় সূত্রের খবর, বৈঠকেও তিনি ওই দুই বিষয়েই প্রচারের খুঁটিনাটি নিয়ে রাজ্য এবং জেলা নেতাদের পরামর্শ দেবেন। পুজো মিটলেই পাড়ায় পাড়ায় এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রচারে নামার কথা বিজেপির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement