BJP

সংসদে তৃণমূলকে জবাব দিতে চান বঙ্গের বিজেপি সাংসদেরা! মমতার বৈঠকের দিনেই শাহের সঙ্গে শমীকেরা বসছেন দিল্লিতে

কোন কোন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে তা নিয়ে রবিবার বিকেল পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব স্পষ্ট কিছু জানাননি। তবে বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে অমিত শাহের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:০৮
Share:

(বাঁ দিক থেকে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে যে দিন ভার্চুয়াল বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সে দিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বাংলার বিজেপি সাংসদেরা। রবিবার শাহের সঙ্গে বৈঠকের কথা জানান রাজ্য বিজেপির সভাপতি। কী নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। সূত্রের খবর, শাহের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সময় চাওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে। আগামীকাল অর্থাৎ সোমবার সেই বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যসভা এবং লোকসভার বিজেপির সাংসদেরা। আলোচনায় উঠে আসতে পারে আরজি করে ধর্ষণ এবং খুন প্রসঙ্গও। রবিবারের সাবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন শমীক।

Advertisement

কেন শাহের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সময় চাওয়া হল? বিজেপি সূত্রে খবর, সংসদে অধিবেশন চলছে। প্রায় প্রতি দিনই তৃণমূলের সাংসদেরা সংসদের দুই কক্ষে পশ্চিমবঙ্গের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। কখনও ‘ভাষা বিতর্ক’, আবার কখনও নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদেরা। সেই সব প্রশ্নের পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করে বঙ্গ বিজেপি। কিন্তু প্রতি দিন বাংলার বিজেপি সাংসদদের জন্য সময় বরাদ্দ থাকে না। বক্তা তালিকায় রোজ বঙ্গ বিজেপির সাংসদদের নামও থাকে না। ফলে তৃণমূল যে সব অভিযোগ তুলছে, তার জবাব দেওয়া সম্ভব হচ্ছে না!

সংসদে কে বলবেন, কবে বলবেন তা ঠিক হয় বিজেপির কেন্দ্রীয় স্তরে। বক্তাদের তালিকায় বঙ্গ বিজেপির সাংসদদের নাম প্রত্যেক দিন থাকে না। সূত্রের খবর, সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে সংসদে তৃণমূল সাংসদদের তোলা অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করতেই শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বঙ্গ বিজেপির সাংসদেরা, এমনই দাবি সূত্রের।

Advertisement

এ ছাড়াও, এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে মমতা এবং তৃণমূলের অন্য নেতানেত্রীরা মনে করছেন এই প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের বাদ দেওয়ার ‘ষড়যন্ত্র’! শুধু তা-ই নয়, বাংলার পরিযায়ী শ্রমিকেরা ভিন্‌রাজ্যে বিশেষত বিজেপিশাসিত রাজ্যে গিয়ে আক্রান্তের শিকার হচ্ছেন, এমন অভিযোগ তুলে তৃণমূল বার্তা দেওয়ার চেষ্টা করছে। সেই সব বিষয় নিয়ে সবিস্তারে শাহকে জানানো হতে পারে সোমবারের বৈঠকে।

কোন কোন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে তা নিয়ে রবিবার বিকেল পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব স্পষ্ট কিছু জানাননি। তবে শমীক জানিয়েছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে শাহের সঙ্গে। পাশাপাশি, আরজি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের দাবিদাওয়ার কথাও শাহকে বলবেন বলে জানান শমীক। তাঁর কথায়, ‘‘আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ অগস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা। সেই বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরও কিছু বলেন। সেই সব কথা শাহকে জানানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement