ভয় পাই না বোমায়, তোপ অনুব্রতের

সমাবেশে ভিড় জমিয়েছিলেন ৯টি অঞ্চলের তৃণমূল কর্মীরা। দলের বীরভূম জেলা সভাপতির কথায় হাততালিতে ফেটে পড়ে গোটা ময়দান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০১:৫১
Share:

কোনও দলের নাম নয়, সরাসরি নিশানায় নেই কোনও নেতাও— কিন্তু ফের অনুব্রত মণ্ডলের মন্তব্যে ফিরল বোমা। ‘টার্গেট’ বিরোধী শিবিরই। রবিবার মল্লারপুরের শিববাড়ির মাঠে তৃণমূলের ময়ূরেশ্বর ১ ব্লকের দলীয় কর্মীদের প্রকাশ্য সভায় তিনি বলেন, ‘‘বোমা মারবেন না। আমাদের কোনও কর্মীকে ভয় দেখাবেন না। রাতে বোমা মারলে, দিনের বেলায় যাব। হঁশিয়ারি দিয়ে গেলাম।।’’

Advertisement

সমাবেশে ভিড় জমিয়েছিলেন ৯টি অঞ্চলের তৃণমূল কর্মীরা। দলের বীরভূম জেলা সভাপতির কথায় হাততালিতে ফেটে পড়ে গোটা ময়দান। এ দিনের সভায় মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিত সিংহ বক্তব্য রাখেন। হাজির ছিলেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। সভা সঞ্চালনা করেন ত্রিদিব ভট্টাচার্য।

অনুব্রত এ দিন আরও বলেন, ‘‘ভয় দেখাবেন না। ভয় পাই না। বোমা দেখিয়ে ভয় দেখাবেন না। যদি কোনও কাজের কথা থাকে, এমএলএ-কে বলুন।’’ বিজেপির কথা তুলে তিনি বলেন, ‘‘কে, কে বিজেপি করছেন, আমি জানি না। করতে পারেন, আপত্তি নেই। কোন দল কি করছে আমাদের দেখার দরকার নেই। আমরা উন্নয়নের স্বার্থে দল করি। উন্নয়নের কারিগরের দল করি।’’ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের পাশে থাকি। তৃণমূল কংগ্রেস কোনও দিন ধোঁকাবাজি করেনি। জীবনে তা করবে না। আপনারা নির্দেশ দেন, আমরা পালন করব।’’ তিনি আরও জানান, ময়ূরেশ্বর এলাকায় পানীয় জলের অভাব মেটাতে ‘সোলার সাবমার্সেবল পাম্প’ বসানো হবে। জেলা পরিষদের সভাধিপতি বোরো চাষিদের সেচের জল সরবরাহের আশ্বাস দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন