Artist

স্ত্রীর পদবি কেন ভিন্ন, চিত্রশিল্পী তৌসিফ হককে প্রশ্ন লজে!

তৌসিফের সঙ্গে লজ কর্তৃপক্ষের আধঘণ্টা বচসাও হয়। শেষে টোটো ধরে তাঁরা চুঁচুড়ায় এসে তাঁরা থাকার ব্যবস্থা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ০৩:২৬
Share:

চিত্রশিল্পী তৌসিফ হক। ছবি: সংগৃহীত।

সস্ত্রীক পিকনিক করতে রবিবার হুগলিতে এসে বিড়ম্বনায় পড়লেন চিত্রশিল্পী তৌসিফ হক। তাঁর স্ত্রী জয়ন্তী বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তাঁদের পদবি আলাদা হওয়ায় হুগলি মোড়ের একটি লজে জায়গা পেলেন না তাঁরা, অভিযোগ এমনটাই। এ দিনের ঘটনার কথা ফেসবুকে তুলে ধরেছেন ওই চিত্রশিল্পী। তাতে তিনি জানান, এক পরিচিতের আমন্ত্রণে এ দিন পিকনিক করতে এসেছিলেন তাঁরা। জয়ন্তীর শরীর খারাপ হয়। স্ত্রীর কথা ভেবে রাতটা হুগলি মোড়ের কাছে লজে কাটাবেন বলে স্থির করেন। কিন্তু সেখানে ঢুকতে পারেননি বিয়ের শংসাপত্র এবং ছবি দেখিয়েও। এ নিয়ে তৌসিফের সঙ্গে লজ কর্তৃপক্ষের আধঘণ্টা বচসাও হয়। শেষে টোটো ধরে তাঁরা চুঁচুড়ায় এসে তাঁরা থাকার ব্যবস্থা করেন।

Advertisement

ফেসবুকে তৌসিফ লিখেছেন, ‘পরিস্থিতি কোথায় গিয়েছে, ভেবেই অবাক হচ্ছি’। যে লজের বিরুদ্ধে তৌসিফের অভিযোগ, তার অন্যতম মালিক প্রদীপ রায়ের দাবি, ‘‘ওঁরা থাকার জন্য এসেছিলেন ঠিকই। কিন্তু স্বামী-স্ত্রী দুই ধর্মের হওয়ায় আমাদের সন্দেহ হয়। আমরা তাঁদের বৈধ নথি দেখতে চাই। উনি হোয়াটস্অ্যাপে বিয়ের ছবি দেখিয়েছিলেন। কিন্তু আমাদের সন্দেহ কাটেনি। ওঁরা এর পরে জোরাজুরি না-করে তাঁরা চলে যান।’’ মহকুমাশাসক (সদর) সৈকত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দুই তরফে যোগাযোগ করে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন