Congress

স্বাধিকার-প্রশ্নে ৭ দিন সময়

বিধানসভার সচিবালয় জানিয়েছে, স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রাথমিক ভাবে খতিয়ে দেখে প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন স্বয়ং স্পিকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫২
Share:

কৌস্তুভ বাগচী।

স্বাধিকার ভঙ্গের অভিযোগ সংক্রান্ত বিষয়ে পরবর্তী ব্যাখ্যা দেওয়ার জন্য কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচীকে আরও ৭ দিন সময় দিল বিধানসভা। স্পিকারের ভূমিকা এবং জনপ্রতিনিধিদের সম্পর্কে টিভি চ্যানেলে তাঁর কিছু মন্তব্যের জেরে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন মুখ্য সরকারি সচেতক নির্মল ঘোষ। স্বাধিকার ভঙ্গের নোটিস পাওয়ার পরে আরও কিছু তথ্য চেয়ে চিঠি দিয়েছিলেন কৌস্তুভ। বিধানসভার সচিবালয় জানিয়েছে, স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রাথমিক ভাবে খতিয়ে দেখে প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন স্বয়ং স্পিকার। পরিষদীয় আইন অনুযায়ী, কমিটির আর কিছু জনানোর নেই। তবে ওই বক্তব্যের ডিভিডি-র একটি কপি অভিযুক্ত নেতার কাছে পাঠানো হয়েছে। বিধানসভার তরফে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement