—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার বাংলাদেশি মহিলা গ্রেফতার। এ বার ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। পাকড়াও হয়েছেন এক বাংলাদেশি মহিলা। ধৃতের নাম ফরিদা খাতুন। ৩৫ বছরের ওই মহিলা যশোরের বাসিন্দা। তাঁকে রামনগর নিমতলা বাজার মোড়ের কাছে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস আগে উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ফরিদা। তার পর তিনি মুম্বইয়ে চলে যান। ভারতীয় দালালদের সহযোগিতায় বেআইনি ভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে আটক করে পুলিশ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, ফরিদা চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত অঞ্চল দিয়ে বাংলায় অনুপ্রবেশ করেন। তার পর দালালদের সহায়তায় তিনি মুম্বই যান। এত দিন ছিলেন সেখানেই। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হাঁসখালি থানা এলাকার নিমতলা বাজার মোড়ে পৌঁছোন। পুলিশ তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। অভিযোগ, অবৈধ ভাবে ভারতে এসে আবার ওই ভাবেই বাংলাদেশ ফেরার চেষ্টায় ছিলেন মহিলা।
ওই ঘটনায় হাঁসখালি থানায় বেআইনি অনুপ্রবেশ এবং সীমান্ত পারাপারের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে হাজির করানো হয়। পুলিশের একটি সূত্রে খবর, ফরিদার সঙ্গে ভারতে প্রবেশ বা ফেরার প্রক্রিয়ায় জড়িত দালালচক্রের সন্ধান চলছে। এ ছাড়া বাংলাদেশি মহিলার সঙ্গে আরও কেউ অবৈধ ভাবে ভারতে ঢুকেছেন কি না, খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের গোয়েন্দা শাখার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এখন দালাল নেটওয়ার্ক ভেঙে দেওয়াই আমাদের লক্ষ্য।’’ পর পর এমন ঘটনার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার কথাও ভাবছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।